পহেলা বৈশাখ বাঙালির উৎসবের দিন ৷ বাঙলা বছরকে অভিবাদন
Kamis, 12 April 2012
0
komentar
পহেলা বৈশাখ বাঙালির উৎসবের দিন ৷বাঙলা বছরকে অভিবাদন জানানোর দিন ৷এদিন গোটা বাঙালি আলোড়িত হয়, আন্দোলিত হয় ৷ রবীন্দ্রনাথ বলেন, 'প্রতিদিন মানুষ ক্ষুদ্র, দীন, একাকী ৷কিন্তু উৎসবের দিনে মানুষ বৃহৎ, সে সমস্ত মানুষের সঙ্গে একত্র হইয়া বৃহৎ, সেদিন সমস্ত মনুষ্যত্বের শক্তি অনুভব করিয়া বৃহৎ।'সত্যই মানুষ নির্মল আনন্দ এবং সামাজিক মিলনের মধ্যদিয়ে বড় হয় ৷ প্রসারিত হয় তারা দৃষ্টির দিগন্ত। এই বড় হওয়া সার্থক হয়ে ওঠে...
Baca Selengkapnya ....